স্বার্থপরতা ও সম্পর্কের মুল্যায়ন দুটি জটিল সমীকরণ!

স্বার্থপরতা   এবং সম্পর্কের মুল্যায়ন পরস্পর সম্পর্কযুক্ত একটি অর্থবহ বাক্য। আসলে এর অর্থ বড় কঠিন ও ব্যাপক। বর্তমানে আধুনিক যুগে সম্পর্ক শব্দটি বড় ভঙ্গুর। আজকাল সম্পর্ক তৈরী হতে যেমন সময় লাগে না তেমনি ভাঙ্গতেও সময় লাগে না। মাঝে মাঝে এমন মনে হয়, এসব সম্পর্ক নই, শুধুই স্বার্থপরতা। এমন মনে হবার পেছনে যুক্তিসঙ্গত কারণ তো অবশ্যই আছে। … Read more