ব্যর্থতাকে মেনে নেয়া জীবনে সফলতার তৃতীয় চাবিকাঠি!

ব্যর্থতাকে মেনে নেয়া জীবনে সফলতা লাভের জন্য গুরুত্বপূর্ণ। সফলতার মত ব্যর্থতাকে হাসিমুখে মেনে নেয়া উচিত। আমাদের প্রায় সবার স্বভাব হলো সামান্য পরাজয়, ব্যর্থতা বা হেরে যাওয়াতে অস্থির ও আশাহত হওয়া। হার জিত, সফলতা ব্যর্থতা বা জয় পরাজয় একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং পর্যায়ক্রমে আসে। যদি তাই হয়, তবে জয়, সাফল্য বা জেতাকে যেমন সাদরে গ্রহণ করি। … Read more